গাজোল

গমের নাড়া পোড়াতে গিয়ে বিপত্তি! পুড়ে ছায় ১০০ বিঘা জমির গম

 

গমের নাড়া পোড়াতে গিয়েই ঘটল বিপত্তি। নাড়া পোড়ানোর আগুন ছড়িয়ে পরে মুহূর্তেই। পুড়ে ছাই হল প্রায় ১০০ বিঘা জমির গম। ঘটনায় মাথায় হাত কৃষকদের। ঘটনাটি গাজোল থানার অন্তর্গত বাবুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার।

    স্থানীয় সূত্রে জানা গেছে, কেউ বা কারা জমির নাড়া পোড়ানোর জন্য সম্ভবত আগুন ধরিয়েছিল। সেই আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। যার মধ্যে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১০০ বিঘা জমির গম। ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। ক্ষয় ক্ষতির আনুমানিক পরিমাণ প্রায় ৮-৯ লক্ষ টাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। জেলা থেকে আনা হয় দমকলের একটি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালাচ্ছে প্রশাসন ও স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত কৃষকেরা দাবি জানান এই ঘটনার পেছনে যারা জড়িত, তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির সহ তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।